মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে জোট নয়। ঘোষণা করল আম আদমি পার্টি। রবিবার আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে এই ঘোষণা করে AAP। একই সঙ্গে তারা দুর্নীতি প্রসঙ্গে হালকা খোঁচাই দিয়েছে তৃণমূলকে। আম আদমি পার্টির তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত অতিশী এ দিন বলেন, ‘গোয়ায় সৎ ও দুর্নীতিমুক্ত সরকার গঠনের লক্ষ্যে আম আদমি পার্টি নতুন প্রজন্মের ভালো প্রার্থী দিতে চাইছে এবং এ বিষয়ে দলের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ২০২২ সালেই বিধানসভা নির্বাচন উপকূলীয় এই রাজ্যে।’ কাল গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জল্পনা চলছিল, AAP গোয়া নির্বাচনে TMC-র সঙ্গে জোট গড়তে চাইছে। তবে সে প্রস্তাবে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের সম্মতি মেলেনি। দুই দলের মধ্যে কথাবার্তা চলছে। এরই জবাবে অতিশী ট্যুইট করে বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলের (TMC) সঙ্গে কোনও ভাবেই আসনরফার পথে হাঁটবে না আমি আদমি পার্টি। ফলে তাদের সঙ্গে কথা বলারও প্রশ্ন নেই। আমরা স্থির করেই ফেলেছি যে, গোয়ায় একটি সৎ দুর্নীতিমুক্ত সরকার গড়তে বিকল্প নতুন মুখের সন্ধান করতে হবে।AAP একাই গোয়া বিধানসভায় লড়াই করবে।’