ছোটবেলায় মায়ের হাতে চড় খেয়েছেন? তাহলে আপনার ভালই হয়েছে। কারণ এতেই হয়তো আপনার ত্বকের জেল্লা বেড়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আর ঠিকই লেখা হচ্ছে। রূপচর্চার অন্যতম উপায় স্ল্যাপ থেরাপি (Slap therapy)। বাংলায় বলতে গেলে চড় থেরাপি। অর্থাৎ নিয়মিত চড় খেলেই বাড়বে আপনার ত্বকের জেল্লা। বলছেন বিশেষজ্ঞদের একাংশ।
কী এই চড় থেরাপি? কোথায় এর সূত্রপাত? বলা হয়, কোরিয়ায় এই থেরাপি শুরু। সেখানেই তুমুল জনপ্রিয়তা পায় রূপচর্চার এই উপায়। তবে হ্যাঁ, যেমন-তেমনভাবে চড় মারলে চলবে না। চেহারার নার্ভ বুঝে তারপর মারতে হবে। হাতের তালু দিয়ে চড়টি মারতে হবে। আর এমনভাবে মারতে হবে যাতে খুব বেশি ব্যথা না লাগে। তবেই কাজ হবে।
কী লাভ হয় এই চড় থেরাপিতে? নিয়মিত এভাবে চড় খেলে রক্ত সঞ্চালন ভাল হয়। এতেই ত্বকের জেল্লা বাড়ে। শুধু চড় নয় হালকা চিমটি কাটাও ভাল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ত্বক টানটান থাকে। কুঁচকে যায় না। অনেকে এই থেরাপি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করেন। এখন আর শুধু কোরিয়ায় এই চড় থেরাপি সীমাবদ্ধ নয়। সারা বিশ্বের এর খ্যাতি ছড়িয়ে পড়ছে। অনেকেই এ পদ্ধতি অবলম্বন করছেন।